স্বামীর মাদকাসক্তি পেছনে ফেলে উদ্যোক্তা হাসিনা সফল ব্যবসায়ী

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
স্বামীর মাদকাসক্তি পেছনে ফেলে উদ্যোক্তা হাসিনা সফল ব্যবসায়ী ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর মেয়ে হাসিনার সাফল্যের গল্প তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে তুলে ধরেছে বিশ্ব ব্যাংক। হাসিনার সাফল্যের গল্প তুলে ধরতে গিয়ে বিশ্ব ব্যাংক লিখেছে, চট্টগ্রামের বাঁশখালীর একটি ছোট গ্রামের নারী হাসিনা এখন সফল উদ্যোক্তা। স্বামীর মাদকাসক্তির কারণে মাত্র এক বছর বয়সী মেয়েকে নিয়ে সংসার ভেঙে পড়লেও হার মানেননি তিনি। আশ্রয়ের অভাবে বাবা-মায়ের বাড়িতে ফিরে এসে সেখান থেকেই নতুন করে জীবন শুরু করেন।

মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ের সঙ্গে হাসিনা ছোট একটি সেলাই ব্যবসা শুরু করেন। দিন-রাত পরিশ্রম করে প্রতিবেশী ও পরিচিতদের জন্য কাপড় সেলাই করে সংসারের খরচ চালাতে থাকেন তিনি। তবে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যয় ও নিত্যদিনের খরচ বাড়তে থাকে।

এ সময় বিশ্বব্যাংকের সহায়তায় RELI প্রকল্প তাদের গ্রামে একটি কমিউনিটি গঠন করলে সেখানে যোগ দেন হাসিনা। প্রকল্পের উদ্যোক্তা ঋণ কর্মসূচির কথা জানতে পেরে আবেদন করেন এবং প্রথম ঋণ পেয়ে কিনে নেন ভালো মানের সেলাই মেশিন। এতে অর্ডার বাড়ে, মানুষের আস্থা অর্জন করেন তিনি। পরবর্তীতে দ্বিতীয় ঋণ নিয়ে আরও একটি মেশিন কেনেন এবং গ্রামের কয়েকজন নারীকে কাজে নিয়োগ দেন। এখন তিনি সেলাইয়ের পাশাপাশি থান কাপড় ও তৈরি পোশাকও বিক্রি করছেন। তার নিয়মিত ক্রেতা সংখ্যা ১০০ জনেরও বেশি।

হাসিনা বলেন, “আমি চাই আমার মেয়ে দেখুক, পরিশ্রম করলে নারীরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি চাই সে বড় স্বপ্ন দেখুক এবং কখনো হাল না ছাড়ুক।”

গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা হিসেবে এখন অনেকেই হাসিনাকে উদাহরণ হিসেবে দেখছেন।
378 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা