নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর ছনুয়া ডাইনামিক ইয়ুথ সোসাইটির ২০২৫–২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অনুমোদনের মাধ্যমে ২১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে হোছাইন মোহাম্মদ সোহেল সভাপতি এবং আবু ইউসুফ সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমির হোসাইন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পারভেজ আলম বাচ্চু, মো. শামসুদ্দিন, মিজবাহ উদ্দিন রাহাত এবং মিজবাহ উদ্দিন শামীম।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিহাব উদ্দিন হৃদয়, মো. সোলায়মান ও হাফেজ মাহিউদ্দিন। সাংগঠনিক সম্পাদক কায়সার হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাচ্চু, অর্থ সম্পাদক হাফেজ আলমগীর, সহ-অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াউল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ.কে. শফিউল আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল আমিন, শিক্ষা সম্পাদক ইব্রাহিম খলিল উল্লাহ ফারহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদুল আলম, সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন মহি এবং সাহিত্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান হোসাইন।
কমিটি ঘোষণার পর সভাপতি হোছাইন মোহাম্মদ সোহেল বলেন, তরুণদের সক্রিয় ভূমিকা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটি ছনুয়া এলাকায় শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।