নিজস্ব প্রতিবেদক:
‘আলোকিত সমাজ বিনির্মাণে’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী, সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন একুশে ফাউন্ডেশন ৮ম বর্ষে পদার্পণ ও ৭ম বর্ষপূর্তি উদযাপন করেছে। বুধবার বাঁশখালী উপজেলার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এহছান উল্লাহ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাঈদ হোসেন চৌধুরী আরফাত, মাওলানা আজিজুল হক, আমিরুজ্জামান, আবদুল খালেক মুরাদ, আবদুর রহিম, মাষ্টার শাহাদাৎ হোসেন শাহেদ, মেহেদী হাসান, সাইমুম মোস্তফা রিগ্যান, নুর হোসেন, আরিফুর রহমান ও ইমতিয়াজসহ আরও অনেকে।
২০১৮ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে একুশে ফাউন্ডেশন মানবিক ও জনকল্যাণমূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে—বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বস্ত্র বিতরণ, করোনাকালীন ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ সামাজিক দায়িত্ববোধের নানা উদ্যোগ।
বার্ষিকী উপলক্ষে বক্তারা একুশে ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।