নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২০২৫–২০২৬ সালের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান চৌধুরী সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবিদ শাহরিয়ার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ এবং অন্যান্য উপদেষ্টামণ্ডলীর পরামর্শক্রমে কমিটি চূড়ান্ত করা হয়। সাবেক সভাপতি এনামুল হক ও সাবেক সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে এক বছরের জন্য এই আংশিক কমিটি ঘোষণা করেন। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।
কমিটিতে মনোনীত হওয়ায় সভাপতি মোহাম্মদ রায়হান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার উপদেষ্টামণ্ডলীসহ সাবেক দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি রায়হান চৌধুরী বলেন, সংগঠনের নেতৃত্ব ও সদস্যদের সহযোগিতায় বাঁশখালীর সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে, বাঁশখালীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে সেমিনার আয়োজনসহ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার বলেন, বাঁশখালীর শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে সহায়ক ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। ভবিষ্যতেও বছরব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি। নতুন কমিটির দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, নতুন সভাপতি মোহাম্মদ রায়হান চৌধুরী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল সংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।